দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম, বাতিল টেনিসের ঐতিহ্যশালী টুর্নামেন্ট
১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাতিল হয়েচিল টেনিসের ঐতিহ্যশালী টুর্নামেন্ট উইম্বলডন। তার পর এই প্রথম ফের বাতিল হল উইম্বলডন।
করোনাভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়েছে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে। তাই সংক্রমণ এড়াতে উইম্বলডন কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।
এমনিতেই বিশ্বের বহু জনপ্রিয় টুর্নামেন্ট বাতিল ঘোষণা করা হয়েছে। এবার উইম্বলডনও বাতিল করা হল। ২৯ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল উইম্বলডন।
১৩ জুলাই পর্যন্ত ব্রিটেনে কোনওরকম পেশাদার টেনিস প্রতিযোগিতা হবে না বলে ঘোষণা করা হয়েছে। এমনকী তৃণমূল স্তরের টেনিস টুর্নামেন্টও বাতিল করা হয়েছে।
কুইন্স, ইস্টবোর্ন, নটিংহ্যাম, বার্মিংহামের সব টুর্নামেন্ট বাতিল ঘোষণা করা হয়েছে। উইম্বলডন শুরু হতে অবশ্য এখনও অনেকটা সময় বাকি। তবুও কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না কর্তৃপক্ষ।