`সিম্বা`র পর `কপিল দেব ৮৩`-র জন্য ক্রিকেটের প্রশিক্ষণ শুরু করলেন রণবীর
'সিম্বা', 'গলি বয়'-এর পর কবীর খানের 'কপিল দেব ৮৩' ছবিতে দেখা যাবে রণবীর সিংকে।
সিনেমার জন্য এবার ক্রিকেটের প্রশিক্ষণ শুরু করলেন রণবীর সিং।
এই ছবির জন্য ইতিমধ্যেই ক্রিকেটের প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন রণবীর।
পরিচালক কবীর খানের সঙ্গে মাঠে প্রশিক্ষণের জন্য যেতে দেখা গেছে রণবীরকে।
রণবীরের এই প্রশিক্ষণের ছবি সোশ্যাল সাইটে শেয়ার করেছেন পরিচালক নিজে। ক্যাপশানে লিখেছেন, ‘’Training begins... #83#kapildev @ranveersingh @83thefilm#balwindersinghsandhu.’’
জানা যাচ্ছে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলবিন্দর সিং সান্ধু নিজে নাকি রণবীরকে প্রশিক্ষণ দেবেন।
কপিল দেব ৮৩ ছবিতে ক্রিকেটারের ভূমিকায় রণবীর কতটা সফল হন এখন সেটাই দেখার...