Koushani Mukherjee: কৌশানীর গানের গুঁতো! `বাংলাটা শিখে আসুন`, কটাক্ষের বন্যা নেটপাড়ায়...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিউডের বক্স অফিসে সুপারহিট 'বহুরূপী'। ছবিতে দুর্দান্ত অভিনয় করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।
বিশেষ করে পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে কৌশানীর রসায়ন সকলের নজর কেড়েছে। এত জনপ্রিয়তা পেয়েও ফের কটাক্ষের মুখে পড়তে হল অভিনেত্রী।
কিছুদিন আগেই কৌশানী এক সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন। সেখানে তিনি ছবি জনপ্রিয় গান 'ডাকাতিয়া বাঁশি'র বাংলা ব়্যাপের অংশটা গেয়ে সকলকে শোনান। তবে গানটির লিরিক্স যে তাঁর সম্পূর্ণ মুখস্থ সেটা শুনেই বোঝা যাচ্ছে।
কিন্তু ফের গান গেয়ে ট্রোলের শিকার হলেন কৌশানী। ভিডিয়ো ভাইরাল হওয়ার পর একাধিক নেটিজেন নেতিবাচক কমেন্টে ভরিয়ে তোলেন।
একজন লেখেন, 'বাংলাটা আগে ভালো করে শেখা দরকার।' আবার একজন লেখেন, 'বহুরূপী শিল্পের সঙ্গে যারা পরিচিত নন তারা এর মূল্য বুঝবেন না।' অন্য একজন লেখেন, 'বাংলা বলতে এত কষ্ট কেন দিদি? উচ্চারণগুলো কেমন যেন অসম্পূর্ণ।' একজন আবার লেখেন, 'এটা একটা বাঙালি অভিনেত্রীর বাংলা উচ্চারণ! যেন মনে হচ্ছে কোনও বিদেশি বা প্রবাসী বাঙালি জোর করে আঞ্চলিক বাংলায় ছড়া বলছে, ইচ্ছে করে এরকম ন্যাকামি করে।'
এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে কৌশানী গান গেয়েছেন। কিন্তু অভিনেত্রীর অভিনয় নেটিজেনদের নজর কাড়লেও তাঁর গান ফ্যানেদের মন ছুঁতে পারেনি।
উল্লেখ্য, বহুরূপী ছবিটি পরিচালনা করেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কৌশানি ছাড়াও অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ, ঋতাভরী চক্রবর্তী, প্রমুখ। ইতোমধ্যেই ছবিটি ১২ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে, যা বাংলা সিনেমার মধ্যে অনন্য।