তিতলি-র পর আসবে ঘূর্ণিঝড় গাজা, লাইনে দাঁড়িয়ে আরও `দশ` দূর্যোগ
পুজোর আগে ঘূর্ণিঝড় তিতলি বাঙালির চিত্তে শঙ্কা জাগিয়েছিল। বাঙালির শ্রেষ্ঠ উত্সবের আগে আকাশের চোখরাঙানি ভয় ধরিয়েছিল মনে। কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দফতর আশার বাণী শুনিয়েছে। তবে জানেন কী, এরই মধ্যে আসন্ন আরও ১০টা ঘূর্ণিঝড়ের নামকরণ হয়ে রয়েছে!
তিতলি ইতিমধ্যে দু্র্বল হয়েছে। তবে তিতলি-র লেজের ঝাপটায় এখনও কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি হচ্ছে।
বিশ্বের অন্য প্রান্তে আরও দুটি ঘূর্ণিঝড় সক্রিয় হয়েছে। মাইকেল ও লুবান। এর মধ্যে লুবান আঘাত হানতে পারে এদেশে।
বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিটা কমিটি একের পর এক ঝড়ের নামকরণ করে।এই সংস্থায় আটটা দেশ- ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, থাইল্যান্ড ও ওমান। প্রস্তাব অনুসারে পর্যায়ক্রমে ঝড়ের নামকরণ হয়।
প্রস্তাব অনুসারে একের পর এক ঝড়ের নামকরণ হয়। যেমন তিতলির নামকরণ করেছে পাকিস্তান।
তিতলির পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হবে গাজা। নাম দিয়েছে থাইল্যান্ড।
গাজার পর আসবে ফেতাই। নামকরণ করে রেখেছে শ্রীলঙ্কা।
নামকরণ হয়ে রয়েছে আরও আট দুর্যোগের। পরবর্তী ঘূর্ণিঝড়গুলোর নাম- ফানি (বাংলাদেশ), ভায়ু (ভারত), হিকা (মালদ্বীপ), কিয়ার (মালদ্বীপ), মহা (ওমান), বুলবুল (পাকিস্তান), পাবান (থাইল্যান্ড), আম্ফান (শ্রীলঙ্কা)।