বিচ্ছেদের পর তিক্ততা চরমে, করিনাকে `মহিষের` সঙ্গে তুলনা শাহিদ কাপুরের?
সলমন-ঐশ্বর্য কিংবা রেখা-অমিতাভের মতো বলিউডের অন্যতম চর্চিত জুটি ছিলেন শাহিদ-করিনা। শাহিদ কাপুরের সঙ্গে করিনার বিচ্ছেদের পর জোর জল্পনা শুরু হয় এক সময়। এমনকী, শাহিদের বিয়েতে করিনাকে আমন্ত্রিতদের তালিকায় না রাখা কিংবা উড়তা পঞ্জাবে এক ছবিতে কাজ করেও দুজনের মুখ দেখাদেখি যখন বন্ধ ছিল, তা নিয়েও সরগরম হয়ে ওঠে পেজ থ্রির পাতা।
যব উই মেট-এর শ্যুটিংয়ের পর শাহিদ-করিনার বিচ্ছেদের খবর যখন প্রকাশ্যে আসে, তখন তোলপাড় হয়ে যায় বি টাউন। কেন তাঁদের রাস্তা আলাদা হয়ে যায়, তা নিয়ে কেউ মুখ না খুললেও বিভিন্ন সময় বিভিন্ন বিষয় কানে আসতে শুরু করে। শাহিদের সঙ্গে বিচ্ছেদের পর করিনা যখন সইফের প্রেমে মশগুল, সেই সময় পঙ্কজ কাপুর-নীলিমা আজিমের ছেলের সঙ্গে একাধিক অভিনেত্রীর নাম জড়াতে শুরু করে। বিদ্যা বালান থেকে প্রিয়াঙ্কা চোপড়া কিংবা সানিয়া মির্জা, একের পর এক সম্পর্কে জড়াতে শুরু করেন শাহিদ
করিনার সঙ্গে বিচ্ছেদের পর কাপুর বাড়ির মেয়ে মুখ না খুললেও প্রকাশ্যে বেশ কিছু মন্তব্য করেন শাহিদ। ওই সময় একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে শাহিদ জানান, বিচ্ছেদের পর তাঁর জীবন থেমে নেই। তিনি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। তিনি বাংলোতে থাকেন না কিংবা নিজের পাশে নিরাপত্তা রক্ষীদের নিয়ে চলাফেরা করেন না। তই নিজের কেরিয়ার গড়ার দিকেই মন দিয়েছেন তিনি। করিনার সঙ্গে সম্পর্ক থাকাকালীন তিনি অন্যরকম ভাবতেন কিন্তু বিচ্ছেদের পর তিনি জীবন নিয়ে আরও নিত্যনতুন জিনিষ ভাবতে শুরু করেছেন বলেও ওই সময় জানান শাহিদ
পাশাপাশি করিনার সঙ্গে বিচ্ছেদ মেনে নেওয়া কঠিন ছিল কিন্তু সবকিছু সামলে নিয়েছেন তিনি। একজন অভিনেতার জীবনের কাজের বাইরে কোনও কথা হয় না। তাই তাঁর পরিচালক যা বলবেন, তিনি সেভাবেই কাজ করবেন। কোনও ছবির জন্য যদি তাঁর বিপরীতে করিনাকে কাপুরকে কাস্ট করা হয়, বিনা বাক্যব্যায়ে তিনি কাজ করবেন বলেও ওই সময় দাবি করেন শাহিদ কাপুর। ভাল ছবির জন্য পরিচালকের কথার বাইরে তিনি কোনও কাজ করবেন না বলেও মন্তব্য করেন শাহিদ
শুধু তাই নয়, পরিচালক যদি তাঁকে ছবির জন্য কোনও 'গরু' কিংবা 'মহিষের' সঙ্গেও রোমান্স করতে বলেন, তাহলেও তিনি করবেন। কারণ ওটা তাঁর দায়িত্ব। শাহিদের ওই মন্তব্যের পরই জোর শোরগোল শুরু হয়ে যায়। শাহিদ কি তাহলে করিনার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুলতে গিয়ে আলটপকা উদাহরণ টেনে বসলেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। যদিও শাহিদের ওই মন্তব্যের পর করিনা কাপুরকে মুখ খুলতে দেখা যায়নি। তিনি পালটা কোনও মন্তব্যও করেননি।