জেএনইউ কাণ্ডের প্রতিবাদে দফায় দফায় আছড়ে পড়ল বিক্ষোভ, শুনশান রাজ্য বিজেপির সদর দফতর
জেএনইউয়ে ছাত্রদের ওপরে হামলার প্রতিবাদে বিক্ষোভে তোলপাড় হল শহর। সোমবার তিনটি মিছিল সোজা গিয়ে হাজির হয় মুরলীধর স্ট্রিটে বিজেপির সদর দফতরের কাছাকাছি। পুলিসের হস্তক্ষেপে কোনও বাড়াবাড়ি হয়নি।
বিকেল থেকে সন্ধে প্রায় সাতটা পর্যন্ত তিনটি মিছিল যায় বিজেপির দফতরে। কিন্তু সেখানে পাল্টা প্রতিবাদ করার কেউ না থাকায় কোনও অশান্তি হয়নি। কার্যত এদিন শুনশান ছিল বিজেপির সদর দফতর।
এদিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল বের হয়। বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয় এসএফআই ও ছাত্র পরিষদের সদস্যরা। নরেন্দ্র মোদী ও অমিত শাহের কুশপুতুল পোড়ান বিক্ষোভকারীরা।
জেএনইউ কাণ্ডের প্রতিবাদে মিছিল করেন প্রেসিডেন্সির পড়ুয়ারা। পোড়ানো হয় মোদীর কুশপুতুল। কলেজ গেট থেকে তাঁরা মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপির অফিস পর্যন্ত। কিন্তু মুরলী ধর সেন স্ট্রিটে ঢোকার মুখে তাদের আটকে দেওয়া হয়।
এদিন জেএনইউয়ের সমর্থনে ব্যাচ পরে পরীক্ষা দেন প্রেসিডেন্সির পরীক্ষার্থীরা।