দলে শাড়ি বিক্রির বিজ্ঞাপন! বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী হয়েই বিতর্কে অগ্নিমিত্রা পাল

Sat, 08 Aug 2020-4:25 pm,

অগ্নিমিত্রা পাল: সভানেত্রী হয়ে দলের মধ্যে নিজের তৈরি শাড়ি বিক্রির চেষ্টা অগ্নিমিত্রা পালের। অভিযোগ ঘিরে বিজেপিতে নতুন বিতর্ক ।

মহিলা মোর্চা সভানেত্রী এখন অগ্নিমিত্রা পাল। ফ্যাশন ডিজাইনার হিসাবে ভারতজুড়ে নাম। ‌তাঁর ডিজাইন করা পোশাক পরেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে তারকারাও।

এখন তিনি বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী। অভিযোগ উঠছে, দলের মহিলা মোর্চা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্ৰুপে বলেন পাঠাচ্ছেন,  তাঁর তৈরি শাড়ি কিনতে হবে।

উওরবঙ্গের জন্য দাম ৩৫০টাকা,  কলকাতা ও পার্শ্ববর্তী জেলার জন্য দাম ২৮০ টাকা। শুরু হয়েছে এই নিয়ে বিতর্ক। দলের মধ্য এইভাবে ব্যবসা করছেন সভানেত্রী!  তাই নিয়ে প্রশ্ন উঠেছ।

 পদ্মফুল আঁকা এই শাড়ি রাজ্য অফিস থেকে পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। অথচ রাজ্য নেতৃত্বের দাবি, তাঁরা এব্যাপারে কিছুই জানেন না। প্রশ্ন উঠেছে, কার অনুমতি নিয়ে এই শাড়ির ব্যবসা ওঁ করছেন? ‌

যেহেতু সভানেত্রী,  তারওপর মহিলা মোর্চার নতুন কমিটি তৈরি হয়নি , তাই অনেকেই ভয়ে প্রতিবাদ করতে পারছেন না। তবে ইতিমধ্যেই তাঁর ফোন ভয়েস দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতাদের পাঠানো হয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link