Agnipath Scheme Protest: কোন কোন সেক্টরে নিয়োগ করা হবে `অগ্নিবীর`দের? দেখে নিন তালিকা

Sat, 18 Jun 2022-6:16 pm,

নিজস্ব প্রতিবেদন: অগ্নিপথ' বিক্ষোভের (Agnipath Scheme Protest) জেরে দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ। শনিবার তিন সেনার প্রধানের সঙ্গে বৈঠকে বসেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এরপর বড় ঘোষণা করেন তিনি।

 

কেন্দ্রের তরফে জানা গিয়েছে, 'অগ্নিবীর'দের (Agniveers) জন্য প্রতিরক্ষা মন্ত্রকে ১০ শতাংশ পদ সংরক্ষিত থাকবে। এছাড়া তাঁদের আরও ৬টি মন্ত্রকে নিয়োগ করা হবে। অসামরিক বিমান পরিবহন, অসামরিক প্রতিরক্ষা, উপকূলরক্ষী বাহিনী-সহ ১৬টি প্রতিরক্ষা সংস্থাতেও তাঁদের নিয়োগ করা হবে। প্রতিরক্ষা মন্ত্রক বাদে অন্যত্র ১০ থেকে ২৫ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা থাকবে।

মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর 'অগ্নিবীর'দের (Agniveers) নিয়োগ করা হবে ১৬টি ডিফেন্স পাবলিক সেক্টরে। তালিকায় রয়েছে, হিন্দুস্থান এরোনউটিক্স লিমিটেড (HAL), ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড (BEL)।

তালিকায় রয়েছে: ভারত আর্থ মুভারস লিমিটেড (BEML), ভারত ডায়নামিক্স লিমিটেড (BDL)। গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জেনিয়ার্স লিমিটেড (GRSE)

তালিকায় রয়েছে: গোয়া শিপইয়ার্ড লিমিটেড (GSL), হিন্দুস্থান শিপইয়ার্ড লিমিটেড (HSL), মাজাগন ডক শিপবিল্ডার্স (MDL), মিশ্রা ধাতু নিগম লিমিটেড। আর্মউড ভেহিকেল নিগম লিমিটেড (AVNL)

 

তালিকায় রয়েছে: অ্যাডভান্স ওয়েপন অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড (AW&EIL), মিউনিশনস ইন্ডিয়া লিমিটেড (MIL), ইয়াত্রা ইন্ডিয়া লিমিটেড (YIL)

তালিকায় রয়েছে: গিল্ডার্স ইন্ডিয়া লিমিটেড (GIL), ইন্ডিয়া অপটেল লিমিটেড (IOL) এবং ট্রুপ কমফোর্ট লিমিটেড (TCL)।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link