Agnipath Scheme Protest: `অগ্নিপথ` বিতর্কে অগ্নিগর্ভ পরিস্থিতি, হাওড়া থেকে বাতিল বহু ট্রেন, সহায়তা কেন্দ্র রেলের
নিজস্ব প্রতিবেদন: 'অগ্নিপথ প্রকল্প' (Agnipath recruitment scheme) নিয়ে দিকে দিকে বিক্ষোভ। পূর্ব রেলের তরফ থেকে শনিবার ১৩টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে হাওড়া-সহ অন্যান্য ডিভিশন থেকে বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে ইতিমধ্য়ে বিবৃতি দিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী।
বাতিল: হাওড়া-রাঁচি শতাব্দি এক্সপ্রেস, হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস
বাতিল: হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-দ্বারভাঙা এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস
বাতিল: আসানসোল মেমো এক্সপ্রেস, আসানসোল-বারাণসী এক্সপ্রেস, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস
বাতিল: হাওড়া-পাটনা জনশতাব্দি এক্সপ্রেস, বাকা-রাজেন্দ্র নগর ইন্টারসিটি এক্সপ্রেস
বাতিল: মালদহ টাউন-নিউ দিল্লি এক্সপ্রেস, ভাগলপুর-আনন্দবিহার গারিব রথ ট্রেন।
ইস্ট-সেন্ট্রাল রেলের তরফে বাতিল ট্রেনের নাম: শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস, জামালপুর-ভাগলপুর-জামালপুর প্যাসেঞ্জার এক্সপ্রেস, সাহিবগঞ্জ-দানাপুর এন্টারসিটি এক্সপ্রেস
বিভিন্ন জায়গায় রেল অবরোধ। শনিবারও ব্যাহত ট্রেন পরিষেবা। হাওড়া স্টেশনে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখিত রয়েছে রেল কর্তৃপক্ষ।