AI Photos: বয়সের ভারে নুইয়ে পড়েছেন হৃত্বিক-শাহিদ, বলিরেখায় শাহরুখ-সলমানকে চেনাই দায়!
শতরূপা কর্মকার: কুচকানো চামড়া, কাঁচাপাকা দাড়ি , মুখে বলিরেখা ও বয়সের ছাপে শাহরুখ খানকে চেনাই দায়।
বলিউডের অন্যতম হার্টথ্রব অভিনেতা রণবীর কপুর। বয়স হলে কী এরকমই দেখতে লাগবে তাঁকে?
এনাকে দেখে চিনতে পারছেন? বলিউডের গ্রীক গড হৃত্বিক রোশন। বয়সের ভারে জর্জরিত।
মুখভর্তি কাঁচাপাকা দাড়ি, অবিন্যস্ত চুল আর বলিরেখার মাঝে আল্লু অর্জুন ঠিক যেন কোনও দক্ষিণী দাদু।
আমির খান আমির খানের সঙ্গে ছবিটি প্রায় মিলে যাচ্ছে। তিনি কি আসলেই এমন দেখতে হবেন ভবিষ্যতে?
এই ছবিটি চেনা যাচ্ছে? ইনি সলমান ভবিষ্যতের সলমান খান।
এআই-য়ের মাধ্যমে তৈরি দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর ছবি।
এমন দৃপ্ত চিত্তে বৃদ্ধ বয়সেও হল কাঁপাতে পারবেন প্রভাস।
বৃদ্ধ হলেও খিলাড়ী তিনি। অক্ষয় কুমারকে বয়সের ভারেও দারুণ হ্য়ান্ডসাম লাগছে তাই না?
চেনা যাচ্ছে এনাকে? শাহিদ কপুর। পাকা দাড়িতে চেনাই যাচ্ছে না তাঁকে।