ক্ষেতমজুর সংগঠনের উত্তরকন্যা অভিযান, বাড়ি বাড়ি ঘুরে ১ লাখ রুটি সংগ্রহ
সিঙ্গুরের পর শিলিগুড়িতে লং মার্চ। উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে কৃষকসভা ও ক্ষেতমজুর সংগঠন।
অভিযানের জন্য বাড়ি বাড়ি ঘুরে রুটি সংগ্রহ করা হয়েছে। শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ড ঘুরে রুটি সংগ্রহ করা হয়েছে।
সঙ্গে রয়েছে ঘুঘনি, যাঁরা মিছিলে আসছেন, তাঁরা খাচ্ছেন।
মূলত ৩টি দাবিতে এই অভিযান। প্রথম দাবি, কৃষকের সমস্তরকম কৃষি ঋণ মকুব করতে হবে।
দ্বিতীয় দাবি হল, কৃষকের ফসলের লাভজনক দর দিতে হবে। তৃতীয় দাবি, বেগা প্রকল্পে ২০০ দিনের কাজ নিশ্চিত করতে হবে।
শিলিগুড়ি মহানন্দা নিরঞ্জন ঘাট থেকে শুরু হয়েছে মিছিল। শেষ হবে উত্তরকন্যার আগে তিনবাত্তির মোড়ে। তারপর প্রাইমারি স্কুলের মাঠে হবে জনসভা।