৩০০ টাকার নীচেই প্রতিদিন ২ জিবি ডেটা, এই প্ল্যানগুলি জানেন?

Wed, 21 Apr 2021-6:44 pm,

নিজস্ব প্রতিবেদন: মাসে ৩০০ টাকার কমেই প্রতিদিন ১.৫ জিবি ও ২ জিবি ইন্টারনেটের প্রিপেড প্ল্যান নিয়ে এল এয়ারটেল, জিও ও ভি। ইন্টারনেট, আনলিমিটেড কলিং ও এসএমএসের সুবিধা মিলবে একই প্যাকে। বেশিরভাগই ২৮ দিনের ভ্যালিডিটি সম্পন্ন। একনজরে দেখে নিনি কী কী প্যাক রয়েছে এই দামের মধ্যে।

প্রতিদিন ১.৫ জিবি ডেটা ২৮ দিনের জন্য মাত্র ২৪৯, ২৭৯, ২৮৯ ও ২৯৯ টাকায় নিয়ে এসেছে এয়ারটেল। সবকটি প্যাকে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০ করে এসএমএসের সুবিধা রয়েছে। শুধু তাই নয়, অ্যামাজন প্রাইম ভিডিওর মোবাইল ভার্সন ব্যবহারের সুবিধাও আছে। 

এয়ারটেলের ২৮৯ টাকার প্ল্যানটিতে প্রতিদিন ২ জিবি ইন্টারনেট ও একমাসের জন্য জি ৫ প্রিমিয়াম ব্যবহারের সুবিধা মিলবে। এয়ারটেল থ্যাংকস অ্যাপ থেকে রিচার্জ করলে ৫০ টাকা ক্যাশব্যাক সহ ২ জিবি ডেটা অতিরিক্ত পাওয়ারও সুযোগ থাকছে।

জিওর ১৯৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাবেন আপনি। মোট ৪২ জিবি ডেটা একমাসে। সঙ্গে জিও টু অন্যান্য নেটওয়ার্কে কলিং ও জিও অ্যাপসের সুবিধা পাবেন।

জিওর ২৪৯ টাকার প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। একইসাথে আনলিমিটেড কলিং ও ১০০ প্রি এসএমএস পাবেন।

ভি এর ২৪৯ টাকার প্ল্যানে পাবেন প্রতিদিন ১.৫ জিবি ডেটা ২৮ দিনের জন্য, প্রতিদিন ১০০ এসএমএস ও আনলিমিটেড কলিং। এছাড়াও ভায়াকম ১৮, ভি মুভিজ ও টিভি দেখতে পারবেন।

ভি এর ২৯৯ টাকার প্ল্যান হল ডবল ডেটা প্ল্যান। অর্থাৎ ২৮ দিনের জন্য প্রতিদিন ৪ জিবি করে ডেটা মিলবে এই প্যাকে। ডেটা বাঁচিয়ে সপ্তাহান্তে একেবারে শেষ করার সুবিধাও থাকবে। এর সাথে ১২৫ টাকার বোনাসও মিলবে MPL এ নিজের পছন্দের গেম খেলার জন্য। Zomato তে ৭৫ টাকা প্রতিদিন ডিসকাউন্টের সুবিধাও থাকছে এই প্যাকে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link