নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে Nokia-র সঙ্গে হাত মেলাল Airtel!
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকমের বাজার হল ভারত। আর ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক হল Airtel।
নিজেদের টেলিকম নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে এবার Nokia-র সঙ্গে চুক্তিবদ্ধ হল Airtel। মঙ্গলবার এ কথা জানানো হয়েছে Airtel-এর পক্ষ থেকে।
একটি আন্তর্জাতিক রিপোর্টের দাবি, ভারতীয় মূদ্রায় প্রায় ৭,৬৩৬ কোটি টাকা ফিনল্যান্ডের সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে Airtel।
জানা গিয়েছে, এই চুক্তির ফলে ২০২২ সালের মধ্যে গোটা দেশে প্রায় ৩ লক্ষ নতুন রেডিও ইউনিট বসাবে Airtel। সংস্থার অনুমান, আগামী পাঁচ বছরে ভারতে প্রায় ৯২ কোটি গ্রাহক মোবাইল ফোন ব্যবহার করবেন। তাই গ্রাহক সংখ্যা বাড়াতে এবং পরিষেবার মানোন্নয়নে Nokia-র সঙ্গে এই চুক্তি করল Airtel।
সম্প্রতি 5G নেটওয়ার্কের বাজারে Erricson আর Huawei-এর তুলনায় বেশ কিছুটা পিছিয়ে ছিল Nokia। Airtel-এর সঙ্গে এই বিপুল অঙ্কের চুক্তির পরে এখন অনেকটাই স্বস্তিতে ফিনল্যান্ডের সংস্থাটি।