কোভিড ১৯-এর কামড়, ঐশ্বর্য-আরাধ্যাকে নিয়ে বড় খবর প্রকাশ করলেন অভিষেক
গোটা দেশ জুড়ে বাড়ছে করোনার কামড়। কোভিডের বেড়ে চলা সংক্রমণের জেরে সাধারণ মানুষের সঙ্গে আক্রান্ত হচ্ছেন বলিউডের তাবড় সেলেবরাও। কণিকা কাপুর, করিম মোরানি, জোয়া মোরানিদের পর কোভিড ১৯-এর কামড়ে অসুস্থ হয়ে পড়েন বচ্চন বাড়ির সদস্যরা। শুধু অসুস্থ নন, জলসার ৫ জন সদস্যের মধ্যে ৪ জনের শরীরেই বাসা বাঁধে করোনা
করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন বচ্চনরা। অমিতাভ, অভিষেকের পর হাসপাতালে ভর্তি করা হয় ঐশ্বর্য রাই এবং আরাধ্যাকে
প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকার পর এবার ঐশ্বর্য এবং আরাধ্যার করোনার রিপোর্ট নেগেটিভ আসে, ফলে তাঁদের দুজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়
ঐশ্বর্য এবং আরাধ্যার রিপোর্ট নেগেটিভ আসার পর, অভিষেক ট্যুইট করে সেই খবর জানান
ঐশ্বর্য এবং আরাধ্যাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও, অভিষেক এবং অমিতাভ বচ্চন এখনও হাসাপাতালে ভর্তি
তাঁদের এখনও পর্যন্ত চিকিতসকরা চোখে চখে রেখেছেন বলে খবর
তবে ঐশ্বর্য এ বিষয়ে এখনও কিছু জানাননি