Abhishek-Aishwarya Separation: নিমরতের সঙ্গে প্রেমের জেরে বেড়েছে দূরত্ব? ঐশ্বর্য-অভিষেকের ডিভোর্স সময়ের অপেক্ষা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সত্যিই বেড়েছে দূরত্ব? সম্প্রতি অমিতাভ বচ্চনের জন্মদিনের ভিডিয়ো বার্তা ঘিরে শুরু হয়েছে জল্পনা।
বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ঘর ভেঙেছে ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চনের।
আম্বানীর বিয়ে বাড়িতে বচ্চন পরিবারকে কার্যত এড়িয়েই গিয়েছিলেন ঐশ্বর্য।
এমনকী কিছুদিন আগেই দেখা গিয়েছিল বিয়ের আংটি খুলে ফেলেছেন ঐশ্বর্য ও অভিষেক দুজনেই।
শোনা যায় যে বেশ কয়েকদিন ধরেই তাঁরা আলাদা থাকছেন।
তবে জল্পনা গাঢ় হয়, যখন কৌন বনেগা ক্রোড়পতিতে অমিতাভ বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানায় গোটা পরিবার কিন্তু সেখানে নেই ঐশ্বর্য রাই বচ্চন।
এর মাঝেই সামনে আসে অভিষেকের আরেক সম্পর্কের খবর। দশভীর শ্যুটের সময় নাকি নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিষেক বচ্চন।
সেই কারণেই নাকি ঐশ্বর্যর সঙ্গে বাড়ে দূরত্ব। তবে বিচ্ছেদ হলেও এখনও ডিভোর্সের পথে এগোননি তাঁরা, এমনটাই খবর।
২০০৭ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিষেক ও ঐশ্বর্য। ইন্ডাস্ট্রির অনেকেই যোগ দিয়েছিলেন সেই বিয়েতে।
২০১১ সালে জন্ম নেয় তাঁদের সন্তান আরাধ্যা। জানা যাচ্ছে, এখন মায়ের সঙ্গে আলাদাই থাকছেন আরাধ্যা।