Aishwarya Bachchan: দেখতে হুবহু ঐশ্বর্য রাই বচ্চনের মতো, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল কে ইনি?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: না, ইনি ঐশ্বর্য রাই বচ্চন নন, কিন্তু ইনি ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়।
ইনস্টা রিলের দৌলতে তিনিই এখন নয়া সেনসেশন।
ঐশ্বর্যের একাধিক ছবির সংলাপে লিপ সিঙ্ক করে তৈরি করেছেন একাধিক রিল। তারমধ্যে একটি রিল দেখেছেন প্রায় ২৫ মিলিয়ন নেটিজেন।
ঐশ্বর্যের এই হুবহুকে দেখেই তাজ্জব নেটপাড়া। প্রাক্তন বিশ্বসুন্দরীর থেকে কোনও অংশে কম যান না তিনি।
ইনি ঐশ্বর্য নন, ইনি হলেন আসিতা সিং রাঠোর।
আসিতা সিং রাঠোর পেশায় একজন ইউটিউবার।