সাদা পোশাকে হাজির ঐশ্বর্য, ফের ভক্তদের ঘুম কাড়লেন রাই সুন্দরী
দীপাবলির পর নতুন রূপে সামনে এলেন ঐশ্বর্য রাই বচ্চন
সাদা রঙের পোশাক পরে নতুন করে ফটোশ্যুট করলেন রাই, এরপর সেই ছবি তিনি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ঐশ্বর্য রাই বচ্চনের সেই ছবি প্রকাশ্য়ে আসার পরই উচ্ছ্বসিত হয়ে ওঠেন তাঁর ভক্তরা
রিপোর্টে প্রকাশ, ফেনি খান-এর পর ফের নতুন কোনও প্রজেক্টে হাত দিচ্ছেন ঐশ্বর্য, সেই কারণেই ফটোশ্যুট শুরু করেছেন বচ্চন বাড়ির বউমা
জনপ্রিয় পরিচালক মনি রত্নমের পনিয়ি সেলভম-এ কাজ করছেন ঐশ্বর্য, এরপর তাঁর হাতে আর কোনও ছবি রয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি
চল্লিশ পার করে ঐশ্বর্য রাই বচ্চন এখনও যে ভক্তদের মনে রাজ করছেন, তা ফের স্পষ্ট করে দিলেন বলিউডের প্রথম সারির এই অভিনেত্রী