Aishwarya Rai Bachchan: নন্দিনীর প্রত্যাবর্তন! সলমানের বিপরীতে হাম দিল দে চুকে সনম নিয়ে নীরবতা ভাঙলেন ঐশ্বর্য...
শতরূপা কর্মকার: পোন্নিয়িন সেলভান ২ -এর মুক্তির আগে মঙ্গলবার এক প্রেস কনফারেন্সে হাজির হন ঐশ্বর্য রাই বচ্চন সহ এই ছবির সকল অভিনেতা অভিনেত্রীরা।
সিনেমায় তাঁর রাজকীয় লুক নজর কেড়েছিল আগেই। এবার অফ হোয়াইট রঙের সালোয়ার স্যুটের সঙ্গে সবুজ ও সাদা রঙের কুন্দন সেট পরে নজর কাড়লেন ঐশ্বর্য।
শুধু সিনেমাতেই নয় সাধারণ সাজেও ঐশ্বর্যের রাজকীয় ভাব ছিল চোখে পড়ার মতো।
মঙ্গলবার ওই প্রেস কনফারেন্সে ঐশ্বর্য সলমানের বিপরীতে অভিনীত ১৯৯৯ সালের হিট সিনেমা হাম দিল দে চুকে সনম নিয়ে কথা বলেন। ওই ছবিতেও ঐশ্বর্যের নাম ছিল নন্দিনী। তিনি জানান যে এই ছবির জন্য তিনি আজীবন কৃতজ্ঞ।
নন্দিনী চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন যে, পরিচালক মণিরত্নম তাঁর গুরু। তাঁর সঙ্গে পোন্নিয়িন সেলভানে নন্দিনীর মতো শক্ত চরিত্রে কাজ করা আশীর্বাদ ছিল।