Aishwarya-র থেকে সৌন্দর্যে কিছু কম যান না `রাই`-র ভাইয়ের বউ Shrima
ঐশ্বর্য রাই বচ্চন, এই নামের সঙ্গে নতুন করে আলাপ করানোর আর কিছু নেই। 'রাই' সুন্দরীর রূপের চর্চা গোটা দুনিয়ায়। ৪৭ বছর বয়সেও রূপে তাঁকে টেক্কা দেন এমন খুব কমই আছেন। তবে সৌন্দর্যে কিছু কম যান না ঐশ্বর্যর ভাতৃবধূ।
আলাপ করুন, ইনি হলে শ্রীমা রাই, ঐশ্বর্য রাই বচ্চনের ভাই আদিত্য রাইয়ের স্ত্রী। রূপে কিছু কম যান না শ্রীমাও।
ঐশ্বর্য যেমন ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড হওয়ার খেতাব জিতেছিলেন, ঠিক তেমনই ২০০৯ সালে ভারত সুন্দরীর খেতাব জিতেছিলেন শ্রীমা রাই।
শ্রীমা রাই পেশায় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটার। ইউটিউব, ইনস্টাগ্রামে একটি ফ্যাশন ব্লগ চালান শ্রীমা।
প্রসঙ্গত, ঐশ্বর্যর থেকে ৩ বছরের ছোট দাদা আদিত্য রাই হলেন ফিল্ম প্রযোজক।
শ্রীমার জন্ম বেঙ্গালুরুতে। ছোটবেলা কেটেছে আমেরিকার ফিলাডেলফিয়ায়।
যদিও কেরিয়ারের শুরুতে ব্যাঙ্কে চাকরি পেয়েছিলেন শ্রীমা, তবে বিয়ের পর সেই চাকরি ছেড়ে দেন।
ঐশ্বর্যর ভাই আদিত্য রাই-এর সঙ্গে শ্রীমার একটি পার্টিতে আলাপ হয়। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব ও প্রেম।
মাত্র ২২ বছর বয়সেই আদিত্য রাই-এর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন শ্রীমা। তাঁদের দুই পুত্র সন্তান রয়েছে। যাঁরা কিনা 'রাই সুন্দরী' কে গুলু মামী বলে ডাকে।
ননদ ঐশ্বর্যর সঙ্গে তাঁর সম্পর্ক কেমন? এ প্রশ্নে শ্রীমা জানিয়েছিলেন আর পাঁচ জন ননদ-বৌদির মতোই।
শ্রীমা রাই-এর অবশ্য অভিনয় দুনিয়ার সঙ্গে কোনও সম্পর্ক নেই। তিনি ব্যস্থ তাঁর সংসার নিয়েই। তবে শ্রীমা ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যা ৭৬ হাজারেরও বেশি।