মায়াবতী পারলেও কিংমেকার হতে ব্যর্থ অজিত যোগী
অজিত প্রমোদকুমার যোগী। ছত্তিসগড় জনতা কংগ্রেসের নেতা। বিধানসভা ভোটে তিনিই কিংমেকার হতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল।
মায়াবতীর বিএসপির সঙ্গে তাঁর জোটের সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন ভোটাররা।
৯০ আসনের ছত্তিসগড় বিধানসভায় দুই তৃতীয়াংশ আসনে জয়ী কংগ্রেস। যোগীর জোট পেয়েছে মাত্র সাতটি আসন।
ছত্তিসগড় রাজ্য গঠনের পর প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন যোগী। তখন ক্ষমতায় ছিল কংগ্রেস।
কংগ্রেস ক্ষমতাচ্যূত হওয়ার পর বিতর্কে জড়ান যোগী। খুনের অভিযোগে গ্রেফতার হন।
২০১৬ সালে তিনি কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন। গঠন করেন ছত্তিসগড় জনতা কংগ্রেস।
এই প্রথম নির্বাচনে নেমেছিল তাঁর দল। ভোটের ময়দানে অভিষেকেই তাঁর দল ওই রাজ্যে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হয়েছে।
তিনি জিতলেও সেই প্রত্যাশাপূরণে ব্যর্থ জনতা কংগ্রেস ছত্তিসগড়ের নেতা অজিত যোগী।