গান স্যালুটে বিদায় অজিত ওয়াদেকরকে
# দীর্ঘ রোধভোগের পর বুধবার দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে প্রয়াত হন ভারতীয় ক্রিকেটের ‘রেনেসাঁ ম্যান’ অজিত ওয়াদেকর। মৃত্যুকালে কিংবদন্তি ক্রিকেটারের বয়স হয়েছিল ৭৭ বছর৷
# শুক্রবার সকালে ওরলির বাড়িতে রাখা ছিল তাঁর দেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে আসেন পরিবার,বন্ধু ও সহকর্মীরা।
# একদিনের ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক ছিলেন তিনি। বিদেশের মাটিতে দেশের প্রথম জয়ী দলের অধিনায়কও তিনি। টিম ইন্ডিয়ার কোচ, ম্যানেজার ও নির্বাচক ছিলেন অজিত ওয়াদেকর।
# প্রয়াত ওয়াদেকরকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন সচিন তেন্ডুলকর, বিনোদ কাম্বলি, সমীর দিঘে সহ মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনেক প্রাক্তন ও বর্তমান কর্তারা।
# BCCI-র পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান তথা জাতীয় নির্বাচক সাবা করিম।
# রাজনীতির ঊর্ধ্বে এদিন ওয়াদেকরকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন বিভিন্ন নেতারা। এসেছিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত।
# শেষকৃত্যের আগে আজ তাঁর দেহ নিয়ে যাওয়া হয় দাদারের শিবাজি পার্ক জিমখানা গ্রাউন্ডে। ওয়াদেকরের দেহ শায়িত ছিল তেরঙায়।
# শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানিয়ে শেষকৃত্য সম্পন্ন হয় প্রাক্তন ভারত অধিনায়ক অজিত ওয়াদেকরের। মুম্বই পুলিশ গানস্যালুট দিয়ে বিদায় জানান ওয়াদেকরকে।