বধূ নির্যাতনের মামলা থেকে নিষ্কৃতি পেলেন যুবরাজ সিং
বধূ নির্যাতনের মামলা থেকে নিষ্কৃতি পেলেন যুবরাজ সিং ও তাঁর পরিবারের লোকজন। বিগ বস-১০ এর প্রতিযোগী আকাঙ্খা শর্মা বছর চারেক আগে তাঁর স্বামী জোরাভর সিং, যুবরাজ সিং, শবনম সিংয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন।
আকাঙ্খা অভিযোগ করেছিলেন, জোরাভর ও পরিবারের লোকজন তাঁর উপর মানসিক নির্যাতন করতেন।
আখাঙ্খা অভিযোগ করেছিলেন, যুবরাজ সিংও তাঁর উপর মানসিক নির্যাতন চালাতেন। মামলা গড়ায় আদালত পর্যন্ত।
আকাঙ্খা ও জোরাভরের বিবাহবিচ্ছেদের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে, যুবরাজ ও তাঁর পরিবারের উপর থেকে যাবতীয় অভিযোগ তুলে নিয়েছেন আকাঙ্খা।
আকাঙ্খা বলেছেন, ''আমার জন্য যুবরাজ ও তাঁর পরিবারের কারও সম্মানহানি হলে আমি ক্ষমাপ্রার্থী। আদালত আমার দাম্পত্য জীবনে বিচ্ছেদের সম্মতি দিয়েছে। সব জায়গায় নিজের অভিযোগ জানানো হয়তো আমার উচিত হয়নি।'' আদালতের বাইরে যুবির পরিবারের লোকজনের কাছে ক্ষমা চেয়েছেন আকাঙ্খা।