`আমার জীবন ফিরিয়ে দিয়েছেন অক্ষয় কুমার`, মুখ খুললেন বলিউডের জনপ্রিয় পরিচালক

Tue, 25 Feb 2020-11:49 am,

মিশন মঙ্গল থেকে প্যাডম্যান, হলিডে-র মতো একাধিক জনপ্রিয় সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে কাজ করেছেন।  অক্ষয় যে তাঁর জন্য কত কিছু করেছেন তা বলে বোঝাতে পারেবেন ন। সম্প্রতি অক্ষয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এভাবেই মুখ খুললেন মিশন মঙ্গল সিনেমার পরিচালক জগন শক্তি 

মিশন মঙ্গল মুক্তি পাওয়ার পরই আচমকা অসুস্থ হয়ে পড়েন জগন শক্তি। বিমানবন্দর দিয়ে হাঁটার সময় আচমকাই পায়ে পা জড়িয়ে পড়ে যান তিনি। অসুস্থ হওয়ার পর তড়িঘড়ি জগনকে হাসপাতালে ভর্তি করেন অক্ষয় কুমার।  এরপর তাঁর খোঁজখবর শুরু করে, পরিবারের পাশে দাঁড়ান আক্কি। 

হাসপাতাল থেকে ফেরার পর জগন বলেন, আক্কি স্যারের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।  যার মধ্যে অন্যতম মিশন মঙ্গল।  কারণ মিশন মঙ্গলের পরিচালনা তাঁরই।  তিনি অসুস্থ হওয়ার পর অক্ষয় কুমার যা করেছেন, তা বলে বোঝানো সম্ভব নয়।  অক্ষয় তাঁকে জীবন ফিরিয়ে দিয়েছেন।  তাঁকে নতুন করে লেখার শক্তি জুগিয়েছেন। সিনেমা করার সামর্থ দিয়েছেন।  তাঁকে আবার নতুন করে পথ চলার শক্তি অক্ষয় জুগিয়েছেন বলে জানান জগন শক্তি 

সুস্থ হওয়ার পর বর্তমানে নতুন প্রজেক্ট নিয়ে কাজ করচেন জগন।  তারজন্য মাঝে মধ্যেই মুম্বই, চেন্নাই করতে হচ্ছে তাঁকে। তবে স্ক্রিপ্ট তৈরি।  সুযোগ বুঝে নতুন করে কাজে নেমে পড়বেন বলেও জানান জগন শক্তি 

পাশাপাশি সুস্থ হওয়ার পর থেকেই আবার নতুন করে লেখার কাজ শুরু করে দিয়েছেন।  তাঁকে লেখার সেই মনের জোর অক্ষয় কুমারই দিয়েছেন সবদিক থেকে সাহায্য করে।  এমনও জানান মিশন মঙ্গলের পরিচালক জগন শক্তি 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link