এশিয়ান গেমসের আগে ভারতীয় অ্যথলিটদের জন্য এটাই করলেন অক্ষয়
আগামী ১৫ অগস্ট মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের 'গোল্ড'। আপাতত এই ছবির প্রমোশনে ব্যস্ত অক্ষয়। যে ছবিতে উঠে আসবে স্বাধীনতার পরবর্তীকালে হকিতে ভারতের প্রথম সোনা জেতার গল্প। গোল্ডের মুক্তির আগে ২০১৮র এশিয়ান গেমসে যোগ দিতে যাওয়া ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে দেখা করেন অক্ষয়।
২০১৮র ১৮ অগস্ট থেকে ইন্দোনেশিয়ায় শুরু হচ্ছে এশিয়ান গেমস। যা চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেমবাংয়ে অনষ্ঠিত হবে এই অনুষ্ঠান।
এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৫৪১ অ্যাথলিট ২০১৮র এশিয়ান গেমসে যোগ দিচ্ছেন। যাঁদের মধ্যে রয়েছেন ভারতী খেলোয়াররও। মোট ৩৭ খেলা হবে এশিয়ান গেমসে।
২০১৪ সালে এশিয়ান গেমসে মোট ৫৭টি পদক জেতে ভারত। যার মধ্যে ছিল ১১টি সোনা, ১০টি রূপো ও ৩৬ টি ব্রোঞ্চ। এই ছবিতে বক্সার মনদীপ জাংড়ার সঙ্গে অক্ষয়। এই ছবিতে জিমন্যাস্ট দীপা কর্মকারের সঙ্গে অক্ষয়।
রবিবার একটি অনুষ্ঠানে এশিয়ান গেমসে যোগ দিতে যাওয়ার আগে ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে দেখা করলেন অক্ষয় কুমার। এই ছবিতে হকি খেলোয়ার যুবরাজ বাল্মিকীর সঙ্গে অক্ষয়।
প্যারালিম্পিকে প্রথম পদক জেতা ভারতীয় মহিলা অ্যাথলিক দীপা মালিকের সঙ্গে অক্ষয়।
অনুষ্ঠানে দীপা মালিক সহ অন্যান্য অ্যাথলিটদের সঙ্গে অক্ষয় কুমার।