এয়ার স্ট্রাইকের প্রমাণ চাই? মোক্ষম জবাব অক্ষয়ের
বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইকের সাফল্য নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। নানা মুনির নানা মত। যোগ দিয়েছে বিরোধী দলগুলিও। ভারতের এয়ার স্ট্রাইকে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চেয়েছেন বিরোধী দলের নেতানেত্রীরা। এনিয়ে এবার মুখ খুললেন অক্ষয় কুমার।
এয়ার স্ট্রাইকের প্রমাণ নিয়ে কী প্রতিক্রিয়া অক্ষয়ের? খিলাড়ির কথায়, ''আমার কোনও প্রমাণ চাই না''।
অক্ষয় বলেন, ''দেশের জন্য জীবন দেন জওয়ানরা। তাঁদের কাছে প্রমাণ চাওয়াটা অনুচিত। আরামের জীবন ছেড়ে আমাদের নিরাপত্তা দেয় সেনা। সে জন্য ঘরে নিশ্চিতে ঘুমোতে পারি আমরা। কীভাবে তাঁদের বীরত্বের প্রমাণ চাইতে পারি আমরা?''
ভারত কে বীর নামে কর্মসূচির মাধ্যমে ৬০০ শহিদ পরিবারকে সহযোগিতা করেছেন বলে দাবি করেছেন অক্ষয়। তাঁর কথায়,''প্রতিটি পরিবারের কাছে পৌঁছে গিয়ে ১৫ লক্ষ টাকা। এবার কারগিল ও অন্যান্য যুদ্ধে যাঁরা অঙ্গ হারিয়েছেন তাঁদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা চলছে''।
ইদানীং একের পর এক দেশাত্মবোধক ছবিতে অভিনয় করায় অনেকেই তাঁকে 'ভারত কুমার' নামে ডাকছেন। সামনে মুক্তি পাচ্ছে তাঁর ছবি 'কেশরী'।