Basanti: পুজোর আনন্দ নিমেষেই উধাও, সাতসকালেই নদী ভাঙনে তলিয়ে গেল ২৯ বাড়ি

Sun, 10 Oct 2021-6:59 pm,

পুজোর আমেজ এখন চারদিকে। আর সাতসকালেই সেই আনন্দ এক লহমায় উধাও হয়ে গেল বাসন্তীর রাধা বল্লভপুর গ্রামে।

 

হোগল নদীর ভাঙনে কয়েক মিনিটেই নদীগর্ভে তলিয়ে গেল গ্রামের ২৯টি বাড়ি। বহু বাড়ি হেলে গিয়েছে, ধরছে ফাটল। কোথাও বসে গিয়েছে, কোথাও ধসে গিয়েছে রাস্তা। এছাড়াও গ্রামের বহু বাড়িতেই ফাটল ধরছে। 

রবিবার সকাল ছটা নাগাদ ওইসব বাড়ি ভেঙে তলিয়ে যায় নদীতে। ভেসে যান বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে গ্রামবাসী।

আজ থেকেই পরিস্থিতি সামাল দিতে নেমে পড়েছে প্রশাসন। ইট দিয়ে তলিয়ে যাওয়া রাস্তা সারাইয়ের পাশাপাশি বালির বস্তা দিয়ে ধসের মুখে থেকে হেলে পড়া বাড়ি রাক্ষার চেষ্টা চলছে। তবে পরিস্থিতি বেশ উদ্বেগজনক।

ইতিমধ্যে নদীর কিছুটা দূরে ত্রিপল টাঙিয়ে কিছু পরিবারকে রাখা হয়েছে। সেখানে খাওয়া-দাওয়া থাকার ব্যবস্থা করা হয়েছে।

কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবাররা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কাছে দাবি করেছেন পুনর্বাসন দেওয়া হোক। তা না হলে এই বিপদ থেকে মুক্তি মিলবে না।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link