Deepika Padukone`s Birthday : কেক কেটে সেলিব্রেশন অভিনেত্রীর, হাজির প্রাক্তন Ranbir Kapoor
৫ জানুয়ারি ৩৫ জন্মদিন সেলিব্রেট করেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দিপ্পির জন্মদিনে কেক নিয়ে হাজির হয়েছিলেন পাপারাৎজিরা। তাঁদের সঙ্গে কেক কেটে জন্মদিন সেলিব্রেট করতে দেখা যায় অভিনেত্রীকে। কেক কেটে পাপারাৎজির ক্যামেরার সামনেই হাবি রণবীরকে খাইয়ে দিতে দেখা যায় দিপ্পিকে।
ছবি ভাইরাল ভায়ানি
পাপারাৎজির সঙ্গে জন্মদিন সেলিব্রেট করার পাশাপাশা, বাডিতে ছোট্ট পার্টিরও আয়োজন করেন দীপিকা। সেখানে হাজির ছিলেন দিপ্পির বি-টাউনের বন্ধুরা।
ছবি ভাইরাল ভায়ানি
দীপিকার জন্মদিনের পার্টিতে প্রাক্তন রণবীর কাপুর, সঙ্গে আলিয়া ও তাঁর দিদি শাহিন ভাট।
দীপিকার জন্মদিনের পার্টিতে কালো ড্রেসে সুপার হট আলিয়া ভাট।
দীপিকার জন্মদিনের পার্টিতে ঈশান খট্টর, ধৈর্য কারওয়া এবং অন্যন্যা পান্ডে।
দীপিকা জন্মদিনের পার্টিতে সিদ্ধান্ত চতুর্বেদী (বাঁদিকে), পরিচালক-প্রযোজক করণ জোহরের সঙ্গে হাজির অন্যন্যা পান্ডে (ডানদিকে)
দীপিকার জন্মদিনের পার্টিতে হাজির ননদ ঋতিকা ভবনানী (বাঁদিকে), স্ত্রী মমতা ভাটিয়াকে নিয়ে হাজির পরিচালক সিদ্ধার্থ আনন্দ (ডানদিকে)।
দীপিকার জন্মদিনের পার্টিতে হাজির তাঁর পরিচালক বন্ধু শকুন বাত্রা (বাঁদিকে) ও অয়ন মুখোপাধ্যায় (ডানদিকে)।