Heat Wave Alert: বুধবার থেকেই রাজ্যের এই জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা, সাবধানে বাড়ি থেকে বেরন
নিজস্ব প্রতিবেদন: আগামী ৩১ মার্চ অর্থাৎ বুধবার থেকে রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপ প্রবাহের (Heat Wave Alert) সর্তকতা দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore, Regional Meteorological Centre Kolkata)।
আসন্ন পাঁচ দিন উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
২৪ ঘন্টা পর থেকে উত্তরবঙ্গের তিনটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। বেশি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ১৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কয়েকটি জেলায় তাপ প্রবাহের (Heat Wave Alert) সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা চল্লিশের ঘরে পৌঁছতে পারে।
কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশে পাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে গিয়ে ২৭ ডিগ্রি কাছাকাছি থাকবে।
পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপ প্রবাহের (Heat Wave Alert) সর্তকতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore, Regional Meteorological Centre Kolkata)। শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, নদীয়া এবং মুর্শিদাবাদে।
এখন শুধুমাত্র বিহারের ওপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে উত্তরবঙ্গে। তাই উত্তরবঙ্গে বৃষ্টি হবে।