স্কুলের অনুষ্ঠানে শিক্ষিকারা নাচলেন ‘বদতমিজ় দিল’!

Thu, 23 Aug 2018-6:54 pm,

স্কুলের গেট উদ্বোধন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেই বদতমিজ় দিল গানে নাচলেন শিক্ষিকারা।

আলিপুরদুয়ার জেলার বারবিশা গার্লস স্কুলের এই ছবি ভাইরাল হতেই বইছে সমালোচনার ঝড়।

১৩ অগাস্ট আলিপুরদুয়ার জেলার বারবিশা গার্লস স্কুলের নতুন গেটের উদ্বোধন হয়। সাংসদ তহবিলের অনুদান থেকেই এই গেট নির্মিত হয়। 

গেটের উদ্বোধন উপলক্ষ্যে বসেছিল অক্রেস্ট্রার আসরও।

যদিও এই ঘটনায় এখনও প্রধান শিক্ষিকার তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি ।

তবে এই ভিডিও ভাইরাল হতেই সমালোচনা করছেন ওয়াকিবহলমহল।

হিন্দি গানে চলছে দেদার নাচ।

আলিপুরদুয়ার জেলার বারবিশা গার্লস স্কুলের গেট।

ডিসট্রিক্ট ইনসপেক্টর অব স্কুল তপন সিংহ- “সংস্কৃতিমূলক অনুষ্ঠান হওয়া উচিত হওয়া উচিত ছিল। রবীন্দ্র-নজরুল সঙ্গীতানুষ্ঠান হওয়া উচিত ছিল। এটা অপসংস্কৃতি”।

আইনজীবী মৃদুল গোস্বামী- “শিক্ষিকারা যদি নাচেন এবং সেই ছবি ভাইরাল হয়, সেটা ঠিক নয়। আনন্দ করার অধিকার সবারই আছে, তবে স্কুলে দাঁড়িয়ে এভাবে আনন্দের বহিংপ্রকাশ অনিভিপ্রেত। শিক্ষিকাদের উচিত ছিল সুসংহত থাকা”।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

শিক্ষক নেতা কনজবল্লভ গোস্বামী- “নাচার গানে নেচে ফেলেছেন, তবে শিক্ষিকাদের এমন নাচ আমাদের সময় কখনই দেখিনি। নাচ-গান অবশ্যই হওয়া উচিত তবে সেটা এইভাবে নয়”।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link