ইচ্ছে থাকলেই সম্ভব! মা হওয়ার দশ মাসের মধ্যেই কিংবদন্তি বোল্টের রেকর্ড ভাঙলেন ফেলিক্স

Tue, 01 Oct 2019-4:40 pm,

অনেক মহিলাই মনে করেন, মা হয়ে যাওয়া মানেই নিজের ইচ্ছে-সম্ভাবনার ইতি। সেইসব মহিলাদের জন্য অনুপ্রেরণা হলেন আমেরিকার অ্যালিসন ফেলিক্স। 

কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ১০ মাস আগে। এরই মধ্যে ট্র্যাকে ফিরে একের পর এক রেকর্ড ভাঙতে শুরু করেছেন মার্কিন অ্যাথলিট ফেলিক্স। কিংবদন্তি অ্যাথলিট উসেইন বোল্টের রেকর্ড ভাঙলেন তিনি। 

কাতারের দোহায় অনুষ্ঠিত আইএএএফ চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার মিক্সড ইভেন্রটের সেকেন্ড লেগে অংশ নিয়েছিলেন তিনি। এই ইভেন্টে দল হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বরেকর্ড গড়ে সোনার পদক জিতেছে। ফেলিক্স ব্যক্তিগতভাবে দুটি রেকর্ড ভাঙলেন। একমাত্র অ্যাথলেট (নারী কিংবা পুরুষ) হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১২টি সোনার পদক জেতার রেকর্ড এখন ফেলিক্সের দখলে। এর আগে ৯টি সোনার পদক জিতে বোল্টের সঙ্গে রেকর্ড ভাগাভাগি করেছিলেন ফেলিক্স। এবার বোল্টকে টপকে গেলেন।

মেয়ে ক্যামরিনকে জন্ম দিতে তাঁকে শারীরিকভাবে সমস্যায় পড়তে হয়েছিল। অস্ত্রোপচারও হয় ফেলিক্সের। কিন্তু মেয়ের জন্য দেওয়ার দশ মাসের মধ্যে তিনি ফিরে এলেন ট্র্যাকে। 

মা হওয়ার পর তাঁর সঙ্গে চুক্তি ভঙ্গের সিদ্ধান্ত নিয়েছিল স্পনসর সংস্থা নাইকি। একের পর এক ঝামেলা পোহাতে হয় ফেলিক্সকে। কিন্তু সেসব বাধা-বিপত্তি পিছনে ফেলে তিনি এখন অন্য উচ্চতায়। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link