জুলাই-এর প্রথমার্ধেই শেষ হবে CBSE-এর দশম ও একাদশ শ্রেণির পরীক্ষা
জুলাই-এর প্রথম দুই সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষা। আজ এমনটাই জানিয়েছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।
সেইমতোই জুলাইয়ের প্রথম সপ্তাহেই দশম এবং দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষাগুলো শেষ করবে বোর্ড।
পরীক্ষা চলাকালীন করোনা আবহে তা মাঝপথেই স্থগিত করে দেওয়া হয়েছিল, এবার বাকি পরীক্ষারগুলির জন্য শীঘ্রই দিন ঘোষণা করবে বোর্ড।
শুক্রবার এক বিবৃতি মারফত এমনটাই জানানো হয়েছে।
উল্লেখ্য, চলতি সপ্তাহতেই ঘোষিত হয়েছে জয়েন্ট মেইন ও নিট পরীক্ষার দিন। আর তার আগেই সিবিএসসির বাকি পরীক্ষা শেষ করা হবে।