ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা অচল হওয়ার আশঙ্কা

Wed, 25 Nov 2020-9:45 am,

নিজস্ব প্রতিবেদন:  দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। আগামী ২৬ নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘটে যোগ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।

 

কেন্দ্রীয় সরকারের 'জন বিরোধী শ্রম নীতি'র প্রতিবাদে এই ধর্মঘট। রিজার্ভ ব্যাঙ্কের কর্মচারীরাও ধর্মঘটে যোগ দিতে চলেছেন বলে খবর। 

ধর্মঘটের কারণে, ব্যাঙ্কের কাজকর্ম অচল হওয়া আশঙ্কা রয়ে যাচ্ছে। 

ফিক্সড ডিপোজিটে সুদের হার এখন তলানিতে, বেকায়দায় পড়েছেন মধ্যবিত্ত ও প্রবীণ নাগরিকরা,  চলতি মাসেই সুদের হার কমিয়েছে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক সহ আরও দুটি ব্যাঙ্ক, বাকি ব্যাঙ্কগুলিও সেই পথ ধরতে পারে বলে আশঙ্কা, এই সবকিছুর সঙ্গে বেসরকারিকরণ, আউটসোর্সিং এবং নয়া পেনশন প্রকল্পের প্রতিবাদে এবং শূন্য পদে কর্মী নিয়োগের মতো দাবি নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মচারীদের বৃহৎ সংগঠন।  

প্রসঙ্গত, ২৮, ২৯ এবং ৩০ নভেম্বর ছুটি থাকবে ব্যাঙ্ক।  ২৮ ও ২৯ চতুর্থ শনিবার ও রবিবার, ৩০ নভেম্বর গুরু নানকের জন্মদিন উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। অর্থাৎ টানা তিন দিন ব্যাঙ্কের কাজ করতে পারবেন না আপনি।  

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link