Governor Resigns: ৩ মহিলার সঙ্গে `ঘনিষ্ঠ`! রাজভবনেই `লেডিস ক্লাব`! রাজ্যপালের বিরুদ্ধে আগেও যৌন কেলেঙ্কারির অভিযোগ...

SUDESHNA PAUL Fri, 03 May 2024-4:02 pm,

তবে এটাই প্রথম নয়। এর আগেও রাজ্যপালের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ সামনে এসেছে। ৩ জন মহিলার সঙ্গে আপত্তিজনক অবস্থায় থাকার অভিযোগ উঠেছিল অন্ধ্রপ্রদেশের ৮৬ বছর বয়সী রাজ্যপাল এন ডি তিওয়ারির বিরুদ্ধে। সেই ঘটনায় ইস্তফা দেন তিনি।

 

মেঘালয়ের রাজ্যপাল ভি শনমুগণথনের বিরুদ্ধেও রাজভবনের এক কর্মচারী যৌন হেনস্থার অভিযোগ তোলেন। রাজভবনে লেডিস ক্লাব চালানোর মতো বিস্ফোরক অভিযোগও ওঠে। ২০১৭-র ২৬ জানুয়ারি পদত্যাগ করেন ভি শনমুগণথন। 

 

অগাস্টাওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার কেলেঙ্কারির ঘটনায় ২০১৪-তে সিবিআই তদন্তের জেরে পদত্যাগ করেন গোয়ার রাজ্যপাল বি ভি ওয়াংচু। 

অগাস্টা কেলেঙ্কারিতে CBI তদন্তের পর, পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণও ২০১৪ সালের ৩০ জুন পদত্যাগ করেন।

বম্বে বিশ্ববিদ্যালয়ের স্ত্রীরোগ বিভাগের এমডি পরীক্ষা কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগ করেন কোনা প্রভাকর রাও। ১৯৮৬ সালে মুখ্যমন্ত্রীর মেয়ে তিনবার অকৃতকার্য হওয়ার পর রাজ্যপাল কোনা প্রভাকর রাও বম্বে বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে প্রভাবিত করার অভিযোগ ওঠে। 

 

ঘুষ দেওয়ার অভিযোগে ইস্তফা দিতে বাধ্য হন ঝাড়খণ্ডের রাজ্যপাল প্রভাত কুমার।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link