৬৬,৯৯৯ জন রেকর্ড কোভিড পজেটিভ একদিনে! দেশে মোট আক্রান্ত ২৪ লক্ষ ছুঁইছুঁই

Thu, 13 Aug 2020-11:44 am,

নিজস্ব প্রতিবেদন: ফের দেশে করোনার রেকর্ড। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৯৯৯ জন। যা এ পর্যন্ত সর্বোচ্চ। দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ২৩ লক্ষ ৯৬ হাজার ৬৩৭। অর্থাৎ প্রায় ২৪ লক্ষ ছুঁইছুঁই।

গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯৪২ জন। গোটা ভারতে এই নিয়ে মোট করোনায় প্রাণ হারিয়েছেন ৪৭ হাজার ৩৩ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ হাজার ৩৮৩ জন। দেশে এপর্যন্ত কোভিড যুদ্ধে জয়ী হয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন মোট ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৮২ জন।

মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তর সংখ্যা এখন ৫ লক্ষ ৪৮ হাজার ৩১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৮১ হাজার ৮৪৩ জন।  মোট প্রাণ হারিয়েছেন ১৮ হাজার ৬৫০ জন। ঠাকরে রাজ্যে এখন সক্রিয় করোনা রোগী ১ লক্ষ ৪৭ হাজার ৮২০ জন।

দেশে দ্বিতীয় করোনা বিধ্বস্ত রাজ্য তামিলনাড়ু। সে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৩ লক্ষ ১৪ হাজার ৫২০ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৫৬ হাজার ৩১৩ জন। করোনার বলি সেখানে মোট ৫ হাজার ২৭৮ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্য়া ৫২ হাজার ৯২৯ জন।

তৃতীয় স্থানে অন্ধ্র প্রদেশ। সেখানে মোট করোনা আক্রান্তর সংখ্যা ২ লক্ষ ৫৪ হাজার ১৪৬। নোভেল জয় করে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৬১ হাজার ৪২৫ জন। প্রাণ হারিয়েছেন ২ হাজার ২৯৬ জন। সক্রিয় রোগী ৯০ হাজার ৪২৫ জন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link