প্রায় দু-বছর! অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আজ থেকে ফের চালু মাঝেরহাট ব্রিজ

Thu, 03 Dec 2020-11:17 am,

২০১৮-র ৪ সেপ্টেম্বরের সেই দুঃস্বপ্ন আজ অতীত। প্রায় ২ বছর তিনমাস পর খুলে গেল শহরের অন্যতম লাইফলাইন মাঝেরহাট ব্রিজ। 

নতুন রূপ। নয়া প্রযুক্তি। আরও চওড়া। অনেক বেশি ভার বহনে সক্ষম। আগের চেয়ে আরও দ্রুতগতিতে ছুটছে গাড়ি। ভার বহন করতে না পেরে ভেঙে পড়ার সম্ভাবনা পুরোপুরি উধাও। দাবি পূর্ত দফতরের। 

৪ লেনের ফ্লাইওভার। ৬৩৬ মিটার লম্বা। ১৮ মিটার চওড়া। ৩৮৫ টন ভার বহনে সক্ষম এই নতুন ব্রিজ। মোট ৮৪টি কেবল ধরে রেখেছে ব্রিজের ঝুলন্ত অংশকে। এগুলোই ব্রিজের ভার বহন করবে। নীল পাইপের ভিতরে মোটা মোটা কেবল। 

 

যেহেতু কেবলগুলোই এই ব্রিজটিকে ধরে রেখেছে, তাই এর নাম কেবল স্টেইড ব্রিজ। ৮৪টি কেবলে রয়েছে বিশেষ যন্ত্র। 

 

ব্রিজে নির্দিষ্ট ওজনের চেয়ে বেশি ভার উঠলে সরাসরি সঙ্কেত চলে যাবে আধিকারিকদের মোবাইলে। 

কারণ, যন্ত্রের মধ্যে দেওয়া আছে বেশ কয়েকটি মোবাইল নম্বর। বেশি ভার উঠলে সেই নির্দিষ্ট নম্বরকে অ্যালার্ট করে দেওয়া হবে।

 

সঙ্কেত দেখে সতর্ক হলেই আটকানো যাবে অ্যাক্সিডেন্ট। অর্থাত্‍ ২০১৮-র ৪ সেপ্টেম্বরের ঘটনা আর ঘটবে না বলেই দাবি বিশেষজ্ঞদের।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link