নিরাপত্তায় ৬০,০০০ জওয়ান, জম্মু থেকে রওনা দিল অমরনাথ যাত্রীদের প্রথম দল

Sun, 30 Jun 2019-10:41 am,

রবিবার জম্মু থেকে শুরু হল এবছরের অমরনাথ যাত্রা। জম্মু থেকে যাত্রার সূচনা করেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের উপদেষ্টা কে কে শর্মা।

যাত্রা শুরু হল বালতাল ও পহেলগাম রুটে।

যাত্রীদের নিরাপত্তায় এবার নিয়োগ করা হয়েছে ৬০,০০০ নিরাপত্তারক্ষী। এদের বেশিরভাগই সেনা, বিএসএফ, সিআরপিএফ জওয়ান ও রাজ্য পুলিস।

সিআরপিএফের আইজি রাজদীপ সহায় জানিয়েছেন, এবার অমরনাথ যাত্রীদের নিরাপত্তায় উন্নত প্রযুক্তির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি যানবাহনে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ লাগানো হয়েছে। এর ফলে প্রতিটি গাড়ির অবস্থান জানা যাবে।

রবিবার জম্মুর ভগবতী নগর ক্যাম্প থেকে যাত্রা করেন ২২৩৪ তীর্থযাত্রী। এদের মধ্যে বালতাল রুটে যাবেন ১০০৬ যাত্রী, পহেলগাম রুটে যাবেন ১২৪৮ যাত্রী।

বর্ষা এসে গিয়েছে। ফলে আবহাওয়ার খবর প্রতি ঘণ্টায় খবর যাত্রীদের দেওয়া হচ্ছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link