Jeff Bezos: ৫৫-র ধনী প্রেমিকার গলায় মালা! খরচ ৫০০০ কোটি! অ্যামাজনকর্তার বিয়েতে চাঁদের হাট...
চলতি বছরের শেষেই ৫৫ বছরের প্রেমিকাকে বিয়ে করতে চলেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান জেফ বেজোস। দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বান্ধবী লরেন সাঞ্চেজকে বিয়ে করছেন তিনি।
সূত্রে খবর, ডিসেম্বর মাসের ২৮ তারিখে চার হাত এক হবে জেফ এবং লরেনের। আমেরিকার কলোরাডোর অ্যাস্পেনে আয়োজিত হবে এই তারকাখচিত বিয়ের আসর।
২৮ ডিসেম্বর বিয়ের তারিখ চূড়ান্ত হলেও তার আগের দু’দিন থেকেই শুরু হবে অনুষ্ঠান। অ্যাস্পেনের এক বিলাসবহুল রেস্তরাঁয় দু’দিন ধরে চলবে দেদার খাওয়াদাওয়া। এমনকি সেখানকার বিলাসবহুল হোটেলও ইতিমধ্যে বুক হয়ে গিয়েছে বলে কানাঘুষো শোনা যাচ্ছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বিয়ে উপলক্ষে ৬০০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৫ হাজার ৯৭ কোটি ১৫ লক্ষ টাকা) খরচ হয়েছে জেফের। অতিথিদের তালিকাও বেশ লম্বা।
খবর, জেফ এবং লরেনের বিয়েতে মোট ১৮০ জন অতিথি নিমন্ত্রিত রয়েছেন। বিয়ের অনুষ্ঠান হবে তারকাখচিত।