Amazon Mobile Saving Days: ১১,১০০ টাকা পর্যন্ত ছাড়, সঙ্গে দুর্দান্ত EMI অফার
নিজস্ব প্রতিবেদন: Amazon-এ শুরু হল Mobile Saving Days সেল। ৯ জুন থেকে শুরু হয়েছে Mobile Saving Days সেল। আপনার হাতে রয়েছে এখন মাত্র ২ দিন। কারণ এর শেষ দিন ১২ জুন । এই সেলে আপনি কম দামী স্মার্টফোন থেকে শুরু করে প্রিমিয়াম স্মার্টফোন কিনতে পারবেন জলের দামে। কারণ থাকছে অফুরন্ত ছাড়। আপনি যদি কোনও নতুন স্মার্টফোন কেনার কথা ভাবেন তাহলে দেরি না করে চটজলদি ঢুঁ দিন অ্যামজনে।
Mobile Saving Days সেলে আপনি নতুন স্মার্টফোন কিনলে আপনি পাবেন এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট ইএমআই অপশনও। পাশাপাশিই রয়েছে HDFC ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডের সাহায্যে EMI ট্রান্জাকশনে 1000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।
OPPO F17 ফোন বাজারে ২০,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে Amazon Mobile Saving Days সেলে এই ফোন মাত্র ১৬,৯৯০ টাকায় কেনা যাবে। এই দামে আপনি ফোনের ৬GB RAM ও ১২৮GB স্টোরেজ মডেল কিনতে পারবেন। এছাড়া থাকছে ১১,১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার।
ONEPLUS 9R 5G প্রিমিয়াম সেগমেন্টের ফোনও পেয়ে যাবেন এই সেলে। এই দামে ফোনের ৮GB RAM ও ১২৮GB স্টোরেজ মডেল কেনা যাবে। ১১,১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পাবেন। এছাড়াও রয়েছে স্ট্যান্ডার্ড EMI এবং নো কস্ট EMI অপশনে আকর্ষণীয় কিছু অফার।
Redmi 9 স্মার্টফোন রয়েছে। বাজারে এই ফোনের দাম ১০,৯৯৯ টাকা। তবে Amazon Mobile Saving Days সেলে এই ফোন পাবেন মাত্র ৮,৭৯৯ টাকায়। এই দামে আপনি পাবেন ৪GB RAM ও ৬৪GB ইন্টারনাল স্টোরেজ মডেল। এই ফোনের সঙ্গে থাকছে প্রায় ৮,৩৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার।
পকেট ফ্রেন্ডলি বাজেট স্মার্টফোন। ফোনের আসল দাম ৯,৯৯৯ টাকা। তবে Amazon সেলে এই ফোন মাত্র ৮,৪৯৯ টাকা। এই দামে আপনি পাচ্ছেন ৩GB RAM ও ৩২GB স্টোরেজ। এর পাশাপাশিই পাওয়া যাবে ৮,০৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও। আপনি যদি পুরনো স্মার্টফোন দিয়ে নতুন স্মার্টফোনে আপগ্রেড করতে চান এবং আপনার ফোনে এক্সচেঞ্জ ভ্যালু এত টাকাই ওঠে তাহলে নতুন ফোন হাতে পেতে খরচ হবে মাত্র ৯৪৯ টাকা। এর মধ্যেও পেয়ে যাবে EMI-র সুযোগ।