Rs 2000 Notes: বিপাকে পড়তে পারেন ক্রেতারা, আর ২ হাজারের নোট নেবে না এই অনলাইন কোম্পানি
মঙ্গলবার থেকে বড়সড় পদক্ষেপ নিল ই-কমার্স প্লাটফর্ম আমাজন। আজ থেকে আর ২ হাজার টাকার নোট নেবে না তারা।
সংস্থার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্য়াশ অন ডেলিভারির ক্ষেত্রে আজ ১৯ সেপ্টেম্বর থেকে তারা আর ২ হাজার টাকার নোট নেবে না।
আমাজনের তরফে বলা হয়েছে ১৯ সেপ্টেম্বর থেকে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আর ২ হাজার টাকার নোট নেওয়া হবে না।
কেন এমন ঘোষণা? আমাজনের বক্তব্য, রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ীই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, সংস্থার তরফে অবশ্য বলা হয়েছে কোনও থার্ড পার্টি ক্যুরিয়ার পার্টনার যদি পণ্যটি ডেলিভারি করে তাহলে ২ হাজার টাকার নোট নেওয়ার ক্ষেত্রে তারাই সিদ্ধান্ত নেবে।