আম্বানির বাড়িতে তারকাখচিত পার্টি, উপচে পড়ল গ্ল্যামার
ভারতে এসেছেন লন্ডনের মেয়র সাদিক খান। আর সেই উপলক্ষেই রবিবার এই পার্টি রেখেছিলেন মুকেশ আম্বানি। এদিন মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির সঙ্গে বেশ খোশ মেজাজে দেখা গেল শাহরুখকে।
আম্বানিদের পার্টিতে সস্ত্রীক হাজির ছিলেন সচিন তেন্ডুলকর। পার্টিতে সচিন পরেছিলেন ধূসর স্যুট ও অঞ্চলিকেও ব্ল্যাক জিন্স ও সাদা টপে বেশ দেখাচ্ছিল।
পার্টিতে কালো পোশাকে বেশ মোহময়ী দেখাচ্ছিল বলি ডিভা নেহা ধুপিয়াকে।
পার্টিতে খোদ মুকেশ আম্বানির সঙ্গে কথাবার্তা বলতে দেখা গেল বলিউড বাদশা শাহরুখ খানকে।
ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেল ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে।
পার্টিতে সাদা শাড়িতে বেশ গ্ল্যামারাস দেখাচ্ছিল ক্যাটরিনা কাইফকে, তাঁর সঙ্গে ব্ল্যাক ড্রেসে পার্টিতে ঢুকতে দেখা গেল আলিয়া ভাটকে।
আম্বানিদের পার্টিতে মেরুন সালোয়ার কামিজে হাজির ছিলেন জুহি চাওলা।
আম্বানিদের পার্টিতে ব্ল্যাক ড্রেসে দেখা গেল বলি ডিভা জ্যাকলিন ফার্নান্ডেজকে।
আম্বানিদের পার্টিতে হাবি বনি কাপুরের সঙ্গেই হাজির ছিলেন হাওয়াহাওয়াই সুন্দরি শ্রীদেবী। বনি কাপুরের পরনে ছিল নীল রঙের স্যুট ও শ্রীদেবী পরেছিলেন জিন্সের লং স্কার্ট।
পার্টিতে ব্ল্যাক ভেলভেট পোশাকে হাজির ছিলেন পরিচালক, প্রযোজক ও কোরিওগ্রাফার ফারহা খান।
মুকেশ আম্বানির দেওয়া পার্টিতে হাজির ছিলেন বলিউডের পরিচালক প্রযোজক করণ জোহর। পার্টিতে ব্ল্যাক স্যুটে দেখা গেল তাঁকে।