৫৪ ঘণ্টায় চারবার ইংলিশ চ্যানেল পার! অসম্ভবকে সম্ভব করলেন `বিষ্ময় সাঁতারু`
ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে জিতেছিলেন তিনি। সেই তিনিই নিজেকে চ্যালেঞ্জ করবেন বলে ভেবেছিলেন। নিজের সঙ্গে যেন নিজের লড়াই। মার্কিন সাঁতারু সারাহ টেলর সেটা করতে গিয়েই ইতিহাস লিখে ফেললেন।
বিরতি ছাড়া একটানা চারবার ইংলিশ চ্যানেল পার করেছেন সারাহ। এক নাগাড়ে ৫৪ ঘণ্টারও বেশি সময় টানা সাঁতার কাটেন তিনি। এর আগে এমন রেকর্ড কারও নেই।
এর আগে চারজন সাঁতারু একটানা সাঁতার কেটে তিনবার ইংলিশ চ্যানেল পার করেছিলেন। কিন্তু সারাহ চারবার ইংলিশ চ্যানেল পার করলেন। আলট্রা ম্যারাথন সুইমার হিসাবে সারাহর খ্যাতি রয়েছে।
৫৪ ঘণ্টা তিনি প্রোটিন-সমৃদ্ধ পানীয় পান করেছেন। সাঙ্গে ছিল ইলেকট্রোলাইটস এবং সামান্য ক্যাফেইন যা তাঁর ঘুম তাড়াতে সাহায্য করেছিল।
তাঁর যাত্রাপথ ৮০ মাইল হওয়ার কথা ছিল। কিন্তু তীব্র স্রোত থাকায় সেই যাত্রাপথ ১৩০ মাইল দীর্ঘ হয়ে পড়ে। সারাহ নিজের এই ইংলিশ চ্যানেল অভিযান ক্যানসার জয় করে জীবনযুদ্ধে যাঁরা টিকে রয়েছেন তাঁদের উদ্দেশে উত্সর্গ করেছেন।