ওয়াইনাডের পর আমেঠিতেও মনোনয়নপত্র দাখিল রাহুলের, সঙ্গে গোটা পরিবার
এক সপ্তাহ আগেই কেরলের ওয়াইনাড আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বুধবার মনোনয়নপত্র জমা দিলেন তাঁর পুরনো আসন আমেঠি থেকে।
ওয়াইনাডের মতো রাহুল বড়সড় এক রোড শো করলেন আমেঠিতেও। সঙ্গে ছিলেন ছায়াসঙ্গী প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কার সঙ্গে ছিলেন তাঁর স্বামী রবার্ট বঢরা, মেয়ে মিরায়া ও ছেলে রাইহান।
ছেলের মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে এসেছিলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীও। তবে তিনি রোড শো-তে যোগ দেননি। সরাসরি চলে আসেন জেলা শাসকের দফতরে।
রোড শো-এ রাহুলের হাতে ছিল একটি টি শার্ট। সেখানে তাঁর ঘোষিত প্রকল্প ন্যায়-এর লোগো। প্রসঙ্গত এই প্রকল্পে রাহুল দেশের গরিব মানুষদের বছরে ৭২,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।
গতবারের মতো এবারও রাহুল বিরুদ্ধে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ২০১৪ সালে তিনি রাহুলের কাছে ১ লাখেরও কিছু বেশি ভোটে হেরেছিলেন। আজ রাহুলের রোড শো-তে রবার্ট বঢরার উপস্থিতিকে তিনি কোনও ইস্যু করেন কিনা সেটাই দেখার।