Besharam Rang Controversy : `গেরুয়া বিতর্ক`! কুছ পরোয়া নেহি..., গোয়ায় গেরুয়া বিকিনিতে উষ্ণ নেহা
'বেশরম রং' গানে দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি নিয়ে বিতর্ক অব্যাহত, তারই মাঝে ফের গেরুয়া বিকিনিতে ধরা দিলেন অভিনেত্রী নেহা শর্মা।
গোয়ার সমুদ্র সৈকত থেকে গেরুয়া বিকিনি পরে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী নেহা শর্মা। এই মুহূর্তে গোয়াতেই ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী।
গোয়ার সৈকতের বালিয়াড়ি থেকে একাধিক পোজে ছবি পোস্ট করেছেন নেহা। অনেকেই নেহার পোস্ট করা ছবির নিজে 'গেরুয়া' বিতর্কে টেনে নানান মজাদার কমেন্ট করেছেন।
কেউ মন্তব্য করেছেন, 'ভগবানের নামে অপমান হিন্দুস্থান মেনে নেবে না...', কারোর মন্তব্য, 'ভগবানের রং পরে শরীর দেখাচ্ছো!' কেউ লিখেছেন, 'আবার গেরুয়া বিকিনি!', কারোর কথায়, 'আমি আসছি, হাতেনাতে ধরব...'
তবে শুধু নেহা নয়, তাঁর সঙ্গে গোয়া গিয়েছেন বোন আয়েশা শর্মাও। তাঁকেও গোয়ার সৈকত থেকে নানান মুহূর্তের ছবি পোস্ট করতে দেখা গিয়েছে।
এদিকে 'পাঠান' 'বেশরকম রং' গানে গেরুয়া বিকিনি পরা নিয়ে বিতর্ক যতই থাক, গানটি মুক্তির মাত্র ২ দিনে শুধুমাত্র ইউটিউবে শাহরুখ-দীপিকার এই গান দেখেছেন ৩ কোটি ৬০ লক্ষ দর্শক। সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউবে এই গান ট্রেন্ডিং ওয়ান।
সারা ভারত হিন্দু মহাসভার সর্বভারতীয় প্রেসিডেন্ট স্বামী চক্রপানী মহারাজ তাঁর ট্যুইটে লেখেন, ‘শাহরুখ খানের ছবি পাঠানে এটা গেরুয়া রং ও হিন্দু সংস্কৃতির অপমান। সেন্সর বোর্ড কি ঘুমাচ্ছে? আমরা এই ছবি ব্যান করব। হিন্দু মহাসভা এর বিরোধিতা করব।’
তবে গেরুয়া বিকিনি পরা নিয়ে বিতর্ক যতই হোক, বলি নায়িকারা এই রঙের বিকিনি পরা ছাড়েননি। শুধু নেহা-ই নয়, বহু অভিনেত্রীকেই গেরুয়া বিকিনিতে দেখা গিয়েছে। এমনকি বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকেও অতীতে গেরুয়া বিকিনি পরে ব়্যাম্পে হাঁটতে দেখা গিয়েছে। সম্প্রতি সেই ভিডিয়োও ভাইরাল হয়েছে।