লাদাখে উত্তেজনার মধ্যেই আমেরিকা থেকে ৭২,০০০ Sig Sauer 716 রাইফেল কিনছে ভারত

Sun, 12 Jul 2020-7:45 pm,

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৭২,০০০ Sig Sauer 716 অ্যাসল্ট রাইফেলের অর্ডার দিচ্ছে সেনাবাহিনী। আপাতকালীন অবস্থায় সেনাকে ৫০০ কোটি টাকা পর্যন্ত অস্ত্র কেনার ক্ষমতা  দিয়েছে সরকার। সেই তহবিল থেকেই ওই অস্ত্র কিনছে সেনা।

ইতিমধ্যেই এই ধরনের অ্যাসল্ট রাইফেলের প্রথম ব্যাচটি এসে গিয়েছে। তা ব্যবহার করবে নর্দান কমান্ড।  সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, আরও ৭২,০০০ ওই রাইফেলের অর্ডার দেওয়া হচ্ছে।

বর্তমানে সেনাবাহিনীর হাতে থাকে ইনসাস রাইফেল। বহুদিন ধরেই ওই রাইফেলের পরিবর্তে অন্য কোনও অস্ত্র ব্যবহার করার কথা উঠছিল। এবার ব্যবহার হবে  Sig Sauer 716 rifle। 

সেনাবাহিনীর পরিকল্পনা হল, দেড় লাখ ওই ধরনের রাইফেল ব্যবহার করা হবে এলওসির ডিউটিতে ও জঙ্গি দমনে।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link