কন্যা দিবসে মেয়ে ইকরার সঙ্গে সঞ্জয় দত্তের সুন্দর মুহূর্তের ছবি পোস্ট মান্যতার
সঞ্জয় দত্ত, তাঁর স্ত্রী মান্যতা ও দুই সন্তান ইকরা ও শাহরান রয়েছেন দুবাইতে। 'কন্যা দিবসে' মেয়ে ইকরার সঙ্গে বাবার সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেছেন মান্যতা।
মান্যতা, যে ছবিটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে সঞ্জয় দত্ত তাঁর মেয়ে ইকরাকে আদরে ভরিয়ে দিচ্ছেন।
কন্যা দিবসে মেয়ে ইকরার সঙ্গে নিজেরও একটি ছবি পোস্ট করেছেন সঞ্জয়ের স্ত্রী মান্যতা।
প্রসঙ্গত মেয়ে ইকরা ও ছেলে শাহরনের সঙ্গে দেখা করতেই দুবাই ছুটে গিয়েছেন সঞ্জয় দত্ত। জানা যাচ্ছে, ৩০ শে সেপ্টেম্বর তৃতীয় দফায় কেমোথেরাপির পর তিনি মুম্বই ফিরে আসবেন।