লালাজির সঙ্গে নিজের সম্পর্ক জনসমক্ষে আনুন মমতা: শাহ
নিজস্ব প্রতিবেদন: রাজ্য পুলিসকে সঙ্গে না নিয়ে বৃহস্পতিবার কয়লা পাচারকাণ্ডে তল্লাশি চালিয়েছে আয়কর দফতর। এনিয়ে উষ্মাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার গরুপাচারকাণ্ডে কলকাতার ৪টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই। অন্যদিকে, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল-দুর্গাপুরে কয়লা পাচার চক্রের খোঁজ চালিয়েছে আয়কর দফতর। তখনই বাঁকুড়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সে নিয়ে মমতা প্রতিক্রিয়া দেন, ''স্বরাষ্ট্রমন্ত্রী বাঁকুড়ায় নিমন্ত্রণ খেতে গিয়েছে। পাশাপাশি তিনটে জেলায় চলছে তল্লাশি। কী প্ল্যানিং বাপরে বাপ! ট্রাম্পকেও হারিয়ে মানিয়ে দেবে। অবশ্য ট্রাম্প হেরে যাচ্ছে।''
এ দিন মমতাকে পাল্টা দিয়েছেন অমিত শাহ। বলেন,''সিবিআই, ইডি তো আমার হাতে নেই। শুনেছি জনৈক লালজির ঘরে তল্লাশি চালানো হয়েছে।''
ওই লালাজির সঙ্গে মমতার যোগ নিয়ে প্রশ্ন তোলেন অমিত শাহ। বলেন,''মমতা বন্দ্যোপাধ্যায়, লালাজির সঙ্গে তাঁর সম্পর্ক জনসমক্ষে আনুন। কয়লা খনি থেকে আয় তো রাজ্যও পায়। ওঁর এত সমস্যা কেন! কয়লা চুরি করা বিয়ে এত চিন্তা কেন? তার চেয়ে মহিলাদের অপরাধ কমানোর জন্য চিন্তা করলে বেশি কাজে লাগত।''
রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন রূপায়ন হবে বলে আশ্বস্ত করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ''সিএএ আইন হয়ে গিয়েছে। রূপায়নও হবে শীঘ্রই। শরণার্থীদের নাগরিকত্ব দিতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ।''