দু`শোর বেশি আসন পাব, মে মাসের পর আপনার অ্যাকাউন্টে কেন্দ্রের টাকা: শাহ

Fri, 06 Nov 2020-7:30 pm,

নিজস্ব প্রতিবেদন: বাংলায় ২০০টির বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে চলেছে বিজেপি। সল্টলেকের ইজেডসিসি-তে সাংবাদিক বৈঠকে দাবি করলেন অমিত শাহ।    

গতকাল, বৃহস্পতিবার বাঁকুড়ায় কর্মিসভাতে টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। সেটাই আরও একবার স্পষ্ট করলেন এ দিন। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি বলেন,  ''মে মাসের পর বাংলার ক্ষমতায় বসতে চলেছে বিজেপির সরকার। ২০০-র বেশি আসন পাব। তৃণমূলের শাসন শেষ হচ্ছে। নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে আশা নিয়ে তাকিয়ে বাংলার মানুষ।''

কিন্তু কীভাবে তা সম্ভব? লোকসভা ভোটের প্রাপ্ত ১৮টি আসনের ৭টি বিধানসভা ধরলে মেরেকেটে ১২০ থেকে ১৩০। কোন হিসেবে ২০০ আসনের দাবি করছেন? শাহ মনে করিয়ে দেন,''প্রেস ক্লাবে লোকসভা ভোটে ২২টি আসন বলেছিলাম। তখন আপনারা হেসেছিলেন। আজ অন্তত হাসছেন না। বিধানসভা ভোটে ২০০-র বেশি আসন জিতে সরকার গড়তে চলেছে বিজেপি।''  

তৃণমূল সরকার রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলি রূপায়ন করেনি। তার জেরে বাংলার মানুষকে বঞ্চিত হচ্ছে। এ দিন অভিযোগ করেন অমিত শাহ। তাঁর কথায়,''৮০ শতাংশের বেশি কেন্দ্রীয় প্রকল্পের রূপায়নে বাংলার হাল শোচনীয়। আয়ুষ্মান যোজনায় ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ পাওয়া যায়। অথচ এখানে সেটা চালু হয়নি। কিষান সম্মান নিধি যোজনায় কৃষকের ব্যাঙ্কে চলে যায় ৬ হাজার টাকা। অথচ বাংলার কৃষকরা কিছুই পাননি।'' 

বিজেপি সরকারে আসলে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প চালু হবে বলে আশ্বাস দেন অমিত শাহ। বলেন,''মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মাসেই চিঠি লিখে টাকা চান। ওঁর হাতে অর্থ গেলে তৃণমূলের ক্যাডাররা খেয়ে নেবে। মে মাসের পর আপনার অ্যাকাউন্টেই সরাসরি টাকা চলে যাব। কারণ তখন সরকারে থাকবে বিজেপি।'' 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link