Amit Shah: দক্ষিণেশ্বরে ভবতারিণীকে অমিতের পুজো, বাংলায় ধর্মীয় শান্তির `শাহী` প্রার্থনা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণেশ্বরে ভবতারিণীকে পুজো দিয়ে বাংলায় ধর্মীয় শান্তির জন্য প্রার্থনা করলেন অমিত শাহ। সেইসঙ্গে সকল রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান। কারণ রাত পোহালেই নববর্ষ।
পুজো দিয়ে অমিত শাহ বলেন, 'বাংলা শান্ত হোক। সব ধর্মের মানুষ যেন তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে। আইন শৃঙ্খলার উন্নতি হোক।' ফুল-মিষ্টি দিয়ে পুজো দিয়েছেন অমিত শাহ।
ওদিকে দক্ষিণেশ্বর মন্দিরের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে প্রসাদ, দেবী ভবতারিণীর পরিহিত শাড়ি এবং মন্দিরের বাংলা সালের ক্যালেন্ডার তুলে দেওয়া হয়।
এই বছরের দক্ষিণেশ্বর মন্দিরের বাংলা ক্যালেন্ডার অমিত শাহকে দিয়েই উদ্বোধন করায় কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এদিন বীরভূমে দাঁড়িয়ে হিন্দুত্বের মন্ত্রে শান দেন শাহ।
কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, '২৪-এর বিজেপি জিতলে বাংলায় রামনবমীর মিছিলে কেউ আক্রমণ করার সাহস পাবে না। রিষড়া, হাওড়ায় হামলা হল। রামনবমীর মিছিল বাংলায় বেরোনো উচিত না উচিত নয়?'