Amit Shah | Mamata Banerjee: শাহি সভার পালটা বিধানসভায় ধরনা, যুযুধান দুই `ফুল`শিবিরের তরজায় সরগরম বঙ্গ রাজনীতি

Wed, 29 Nov 2023-4:47 pm,

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বুধে সরগরম কলকাতা। একদিকে ধর্মতলায় শাহি সভা, অন্যদিকে বিধানসভা চত্বরে তৃণমূলের পালটা ধরনা কর্মসূচি।

 

বিজেপির মেগাসভায় এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভা থেকে সরাসরি তিনি তৃণমূল সরকারকে হুংকার দেন। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শাসকদলের সকলকে আক্রমণ করেছেন তিনি। তিনি বলেন, 'বিজেপিকে ১৮টি লোকসভা আসন এবং ৭৭টি বিধানসভা আসন দিয়ে বাংলার মানুষ স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে বিজেপি এখানে পরবর্তী সরকার গঠন করবে।'

 

অমিত শাহ আরও বলেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার বিধানসভা থেকে এক্সপেল করেছেন। কিন্তু তিনি দাবি করেন, ‘দিদি আপনি শুভেন্দুকে বিধানসভা থেকে বের করতে পারেন, কিন্তু মানুষের মন থেকে বিজেপিকে নয়’।

 

একদিকে লোকসভা ভোটের আগে যখন বাংলার মাটিতে শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গ বিজেপি, অন্যদিকে ঠিক তখনই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির সামনে ধরনায় বসেন তৃণমূল বিধায়করা। যে ধরনা বিক্ষোভে যোগ দেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। 

 

ধরনা অবস্থান থেকে ফিরহাদ হাকিম স্লোগান দেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে, মোদী তুমি হুঁশিয়ার। পরিযায়ী অমিত শাহ দূর হাটো। ১০০ দিনের টাকা আটকানো কার স্বার্থে, মোদী তুমি জবাব দাও। ব্যাঙ্কের টাকা বিদেশে পাচার হল কেন, মোদী তুমি জবাব দাও। ২১ লক্ষ শ্রমিকের টাকা দিতে হবে। অলি গলি মে শোর হ্যায়, নরেন্দ্র মোদী চোর হ্যায়।'

 

এদিন বিধানসভা চত্বরের ধরনায় কালো পোশাক পরে প্রতিবাদে সামিল হন তৃণমূল বিধায়করা। খোদ মুখ্যমন্ত্রীও নিজের গায়ে চড়িয়েছেন কালো রঙের চাদর। বলা ভালো, কালো পোশাক পরেই এদিন বিধানসভার অধিবেশনে যোগ দেন তৃণমূল বিধায়করা।

এদিন ধরনায় যোগদান করার আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, 'যখন বিধায়কদের ল্যাড-এর জন্য টাকা বাড়ানো হয় তখন তো চিৎকার করেন না। যাদের পকেট ভর্তি তারা চিৎকার করছেন অথচ অনেক এমএলএ-র টাকা নেই। ২১ লক্ষ মানুষ ১০০ দিনের কাজ করার পরও টাকা পেল না। তাদের জন্য আপনাদের হৃদয় কাঁপল না। মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখেন। আছে যার যার ভুরি ভুরি, সেই করে বেশি চুরি। গেরুয়া বসন পড়লেই সাধু হওয়া যায় না।'

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link