আদিবাসী পরম্পরায় অমিতের আপ্যায়নে `স্পেশাল মেনু`, জোরকদমে চলছে রান্নাবান্না-সাজগোজ
নিজস্ব প্রতিবেদন : দুপুরে বাড়িতে পাত পেড়ে বসে মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই আয়োজনে তত্পরতা তুঙ্গে বাঁকুড়ার চতুরডিহি গ্রামে বিভীষণ হাঁসদার বাড়িতে।
আজ দিনভর দফায় দফায় বৈঠক রয়েছে অমিত শাহের। তার মাঝেই বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন তিনি।
আদিবাসী রীতি ও পরম্পরা মেনে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে আপ্যায়ন জানাতে তৈরি বাঁকুড়ার আদিবাসী গ্রাম চতুরডিহিও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে জায়গায় বসে খাবেন, সেখানে খেজুর পাতার চাটাই পাতা হয়েছে।
অমিত শাহকে খেতে দেওয়া হবে কাঁসার বাসনে। কাঁসার বাসনের উপর কলা পাতা বিছিয়ে দেওয়া হবে খাবার। সেই প্রস্তুতি ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে।
এখন জোরকদমে চলছে রান্নাবান্নার প্রস্তুতি। সবজি কাটা হচ্ছে। আগেই জানা গিয়েছিল যে ধোকলা নয়, বাঁকুড়ার আদিবাসী গ্রামে এসে ভাত-ডালেই দুপুরের আহার সারবেন অমিত শাহ।
জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্নভোজের 'স্পেশাল মেনু'তে থাকছে ভাত, রুটি, ডাল, করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা এবং বাঁকুড়ার ঐতিহ্যবাহী মেচা সন্দেশ।
সূচি অনুযায়ী বাঁকুড়ায় পৌঁছেই অমিত শাহ সোজা চলে যাবেন পুয়াবাগানে। সেখানে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন। তারপর যাবেন রবীন্দ্রভবনে। সেখানে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।